বহুতল ভবনের ভোটকেন্দ্রের তথ্য চায় ইসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২: ৫৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের বহুতল ভবনের সংখ্যা জানতে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে কমিশন।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সম্প্রতি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, আগামী নির্বাচনে যেসব বহুতল ভবনের দ্বিতীয় বা তদুর্ধ্ব তলায় ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, এমন ভোটকেন্দ্রের তথ্য আগামী ১৬ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে।

সবশেষে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা অনুযায়ী, বর্তমান দেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি, যার মধ্যে পুরুষদের জন্য রয়েছে এক লাখ ১৫ হাজার ৩৭টি এবং মহিলাদের জন্য এক লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ।

উল্লেখ্য, মোট ভোটকেন্দ্রের মধ্যে কম-বেশি ২৮ হাজার কেন্দ্র ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত