আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২৫ শতাংশ কমছে বই মেলার স্টল ভাড়া

স্টাফ রিপোর্টার

২৫ শতাংশ কমছে বই মেলার স্টল ভাড়া
ছবি: সংগৃহীত

প্রকাশকদের অনুরোধের প্রেক্ষিতে অমর একুশে বইমেলা ২০২৬ -এর স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

গতকাল সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে লেখক, প্রকাশক ও পুস্তক বিক্রেতাসহ সর্বসাধারণের জন্য এতথ্য জানানো হয়৷

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হচ্ছে। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধের প্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বইমেলার স্টল ভাড়া ২৫% কমানোর নির্দেশনা দিয়েছেন।

এতে আরো বলা হয়, এই বিষয়ে সোমবার সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব, এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে এক ফলপ্রসূ বৈঠক হয়েছে। বাংলা একাডেমি এই বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আশাবাদ ব্যক্ত করেছে, এই উদ্যোগের ফলে এবারের অমর একুশে বইমেলা বরাবরের মতোই লেখক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে এবং বই প্রকাশ ও পাঠচর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে।

সিদ্ধান্তের বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক ও অমর একুশে বইমেলা ২০২৬ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আজম আমার দেশকে বলেন, মেলার সময় পেছাতে একটি আবেদন করেছিল বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)। কিন্তু এসময় পেছানোর কোনো সুযোগ নেই। কারণ, সেসময় বৃষ্টিসহ নানা সমস্যা রয়েছে। তাই সবার প্রকাশক ও বিক্রেতাদের সুবিধার্থে বৈঠকে ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন