জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সদস্য পদে পদোন্নতি পেয়েছেন দুইজন। এরা হলেন কাজী মুস্তাফিজুর রহমান ও মুহাম্মদ মুবিনুল কবীর। পদোন্নতিপ্রাপ্ত দু’জনই শুল্ক ক্যাডারভুক্ত। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব হুমায়ন কবীর সাক্ষরিত পদোন্নতির পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতির আগে কাজী মুস্তাফিজুর রহমান গ্রেড-২ হিসাবে সদস্য (চলতি দায়িত্ব) হিসাবে দায়িত্বরত ছিলেন। পদোন্নতির ফলে তিনি এনবিআরের পূর্ণকালীন সদস্য হলেন। অপরদিকে, পদোন্নতিপ্রাপ্ত মুবিনুল কবীর কমিশনার পদমর্যাদায় বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (কাস্টমস) এবং ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) এর পি আর হিসাবে কর্মরত রয়েছেন। মুবিনুল কবীরকে গ্রেড-৩ থেকে গ্রেড-২ তে উন্নীত করা হয়েছে। উন্নীত পদে যোগদানের পর থেকে তিনি পদোন্নতিপ্রাপ্ত পদের ভাতাদি প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। গত ৮ মে অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় তাদের পদোন্নতির বিষয়ে সুপারিশ করা হয়।
এনবিআরে সদস্য পদের সংখ্যা ১৭টি। এর মধ্যে বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও ভ্যাট) থেকে ৮ জন করে এবং প্রশাসন ক্যাডার থেকে ১ জন সদস্য হিসাবে থাকেন।

