জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

অভ্যুত্থানে শহীদ-আহতদের জন্য ব্যয় ২৮৫ কোটি টাকা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ২০: ৪০
আপডেট : ০৬ জুন ২০২৫, ২৩: ১৫
ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য ২৮৫ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, আগামী মাসে জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্ণ হবে। যাদের আত্মত্যাগের কারণে এই অভ্যুত্থান সম্ভব হলো আমরা তাদেরকে এবং তাদের পরিবারকে প্রতি মুহূর্তে আমাদের দৃষ্টিতে রেখেছি। তাদের জন্য নানা কর্মসূচি আমরা বাস্তবায়ন করে চলেছি। এখন পর্যন্ত ৮৩৪টি শহীদ পরিবারের মধ্যে ৬৩০টি শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে ৬৩ কোটি টাকার সঞ্চয়পত্রের জন্য ব্যাংক চেক দেওয়া হয়েছে। অবশিষ্ট যাঁরা আছেন, তাঁদের ওয়ারিশ নির্ধারণ সংক্রান্ত বিষয় নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়া হবে।

তিনি বলেন, এর পাশাপাশি গণ-অভ্যুত্থানে আহত প্রায় সাড়ে ১২ হাজার জনকে ১০৬ কোটি টাকা দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানে আহতদের মধ্যে সরকারি–বেসরকারি বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ১৫ হাজার ৩৯৩ জন চিকিৎসা গ্রহণ করেছেন। স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে ৪০ জন আর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও রাশিয়ায় পাঠানো হয়েছে। তাঁদের চিকিৎসা বাবদ এ পর্যন্ত সরকার ৬১ কোটি টাকা ব্যয় করেছে এবং এই ব্যয় অব্যাহত আছে।

ড. ইউনূস বলেন, আরও ২৮ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও তুরস্কে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া ও নেপাল থেকে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। এই চিকিৎসকবৃন্দ শুধু যাতায়াত খরচ গ্রহণ করেছেন। এর বেশি কিছু তাঁরা গ্রহণ করতে চাননি। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, এ পর্যন্ত শহীদ পরিবারগুলোকে সঞ্চয়পত্র প্রদান, আহত ব্যক্তিদের চিকিৎসা ও চেক প্রদান বাবদ সরকার মোট ২৮৫ কোটি টাকা ব্যয় করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত