ড. বদিউল আলম মজুমদার

হাসিনার মতো দানব হওয়া ঠেকাতেই উচ্চকক্ষের প্রস্তাব

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৩: ২১
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৫: ১৮
ছবি: ভিডিও থেকে নেয়া

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, চেক এন্ড ব্যালেন্স নিশ্চিত করতে উচ্চকক্ষের সুপারিশ করা হয়েছে। শেখ হাসিনার মত দানব হয়ে উঠা ঠেকাতে প্রতিষেধক হিসেবে উচ্চকক্ষ কাজ করবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় এই সংলাপের আয়োজন করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

বদিউল আলম মজুমদার বলেন, সবাই একটি ব্যাপারে ঐকমত্য হবে সেটা নয়। এটি হতে পারে শুধু ইউটোপিয়ায়। আমাদের দেশে অনেক নিবর্তনমূলক আইন হয়েছে যেগুলো উচ্চকক্ষ থাকলে কিছুটা মডারেটর হবে।

তিনি আরো বলেন, উচ্চকক্ষ থাকলে শেখ হাসিনার পক্ষে পঞ্চদশ সংবিধান সংশোধনী সম্ভব হতো না। এই সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনা দানব হয়ে উঠেছিল। সংবিধান সংশোধনীর ক্ষেত্রে কোনো একক দল যাতে আর একক সিদ্ধান্ত নিতে না পারে জন্য উচ্চকক্ষ করা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত