মিলিয়ন ক্লাবে আমার দেশ ইউটিউব চ্যানেল

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০০: ০০

মিলিয়ন ক্লাবে প্রবেশ করল আমার দেশ ইউটিউব চ্যানেল। আত্মপ্রকাশের মাত্র সাড়ে পাঁচ মাসের মাথায় চ্যানেলটি এ মাইলফলক অর্জন করেছে।

রোববার রাতে আমার দেশ ইউটিউব চ্যানেলের (dailyamardeshnews) সাবস্ক্রাইবার ১০ লাখ ছাড়িয়ে যায়। এই স্বল্প সময়ের মধ্যে চ্যানেলটির আধেয় (কনটেন্ট) ১৫ কোটি বার দেখা হয়েছে। আধেয়গুলো দেখা হয়েছে প্রায় ৯০ লাখ ঘণ্টা।

বিজ্ঞাপন

শুধু ভিউ নয় লাইক, শেয়ার আর কমেন্টের দিক থেকেও দেশের অন্যান্য দৈনিক পত্রিকার ইউটিউব চ্যানেলের চেয়ে বেশি সাড়া পেয়েছে আমার দেশ। সাধারণ মানুষের ভালোবাসা প্রমাণ করেছে, মানুষ যা শুনতে, যা ন্যায্য তাই বলার সাহস রাখে চ্যানেলটি।

এই চ্যানেলের সাফল্যের সবচেয়ে বড় কারণ দেশের সব স্তরের মানুষে ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত