গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করেছে অন্তর্বর্তী সরকার। দেশের ৮টি বিভাগে পৃথক পৃথকভাবে কাজ করবে এসব প্রতিষ্ঠান। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশেকুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৩-এ প্রদত্ত ক্ষমতাবলে উল্লিখিত বিভাগগুলোর জন্য গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করল। এটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকায় প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালের এখতিয়ার ঢাকা বিভাগ (মেট্রো এলাকাসহ)। চট্টগ্রামের গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের চট্টগ্রাম বিভাগ (মেট্রো এলাকাসহ), সিলেটের গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের সিলেট বিভাগ (মেট্রো এলাকাসহ), রাজশাহীর গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের রাজশাহী বিভাগ (মেট্রো এলাকাসহ), রংপুরের গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালে রংপুর বিভাগ (মেট্রো এলাকাসহ), খুলনার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের খুলনা বিভাগ (মেট্রো এলাকাসহ) এবং বরিশালের গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের এখতিয়ার এলাকা বরিশাল বিভাগ (মেট্রো এলাকাসহ)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

