আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: সরকারের বিবৃতি

স্টাফ রিপোর্টার

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: সরকারের বিবৃতি
শরিফ ওসমান হাদি

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

রাত ৯:৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং ইনফেকশন ছড়িয়ে পড়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন