আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে জানাজা

আমার দেশ অনলাইন

অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে জানাজা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লাশবাহী গাড়ি জানাজাস্থলে পৌছেছে। জানাজার স্থানে রাখা হয়েছে দেশনেত্রীর খালেদা জিয়ার কফিন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জানাজা। বুধবার দুপুর ২টার দিকে রওয়ানা দেয় এই গাড়ি বহর।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত তারেক রহমানের নিজের বাসা থেকে মানিক মিয়া এভিনিউ এর উদ্দেশে গাড়িবহর নিয়ে রওনা হন।

বিজ্ঞাপন

এর আগে এদিন সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার লাশ বহনকারী গাড়িটি প্রবেশ করে।

এ সময় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছিল।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছে। কানায় কানায় পরিপূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ।

জনস্রোত ছড়িয়ে পড়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের বাইরে। শুধু তাই নয়, উড়ালসড়কও বন্ধ হয়েছে জনস্রোতে। তবে মানুষের প্রচণ্ড ভিড়ে বিপাকে পড়েছেন বয়স্ক ব্যক্তিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...