আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই গণহত্যায় আ.লীগের বিচার চেয়ে গোলটেবিল বৈঠক

আমার দেশ অনলাইন
জুলাই গণহত্যায় আ.লীগের বিচার চেয়ে গোলটেবিল বৈঠক

জুলাই গণহত্যার ন্যায়বিচার নিশ্চিতকরণ ও আওয়ামী লীগের বিচার চেয়ে গোলটেবিল বৈঠক করেছে স্টেকহোল্ডারস অফ বাংলাদেশ।

গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আয়োজিত এ বৈঠকে রাজনীতিবিদ, আইনজীবী, গবেষক, সাংবাদিক, একাডেমিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন

গোলটেবিল বৈঠকের প্রথম রাউন্ডে কথা হয় বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা নিয়ে। দ্বিতীয় রাউন্ডে প্রত্যেক বক্তার সঙ্গে ভিন্ন ভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে আলাপ হয়। তৃতীয় রাউন্ডে ছাত্রনেতাদের কাছ থেকে শোনা হয় জুলাইয়ের ঐক্যে ফাটল ধরার কারণ।

গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন— বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) সম্পাদক মাহফুজুর রহমান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খাঁন, এনডিএম-এর সাধারণ সম্পাদক ও আইনজীবী শাহেদুল আজম, ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল সাইমুম রেজা তালুকদার, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট সাদিক মাহবুবুল ইসলাম, বিশেষজ্ঞ চিকিৎসক ও অ্যাক্টিভিস্ট ডা. আসিফ সৈকত, গবেষক মীর হুযাইফা আল মামদূহ, মিডিয়া ব্যক্তিত্ব আবু সালমান মো. আব্দুল্লাহ, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশের স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া, ডাকসু ২০২৫-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত ভিপি ও জিএস প্রার্থী আবিদুল ইসলাম খান এবং শেখ তানভীর বারী হামিম এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন।

আলোচনায় দেশের রাজনৈতিক বাঁক বদলের বিভিন্ন দিক, জুলাই গণহত্যার ন্যায়বিচার নিশ্চিতকরণ, আওয়ামী লীগের বিচার, একাত্তরের অপরাধীদের মীমাংসা, জাতীয় নির্বাচনের প্রয়োজন এবং বিতর্কিত ডাকসু নির্বাচনসহ নানা বিষয়ে যুক্তিনির্ভর মতবিনিময় হয়।

গোলটেবিল বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্টেকহোল্ডারস অফ বাংলাদেশের মুখ্য সংগঠক ডা. সায়েম মোহাম্মদ। তিন রাউন্ডে অনুষ্ঠিত এ বৈঠকটি পরিচালনা করেন ফারাহ্ দোলন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন