জাতীয়করণ ছাড়া সরবেন না শিক্ষকরা, সচিবালয়ে কড়া নিরাপত্তা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৩: ৫৪
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৪: ২১
ছবি: আমার দেশ

জাতীয়করণের প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত কর্মসূচি থেকে সরে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

বুধবার সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা।

বিজ্ঞাপন

press-2

সমাবেশে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে এমপিওভুক্ত শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন। সরকারি শিক্ষকদের সমান সুবিধা না পাওয়ায় তাদের জীবনমান পিছিয়ে পড়ছে। তাই যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে, ততদিন রাজপথ ছাড়বেন না তারা।

'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', ‘জাতীয়করণ জাতীয়করণ, করতে হবে করতে হবে’ এ ধরনের নানা স্লোগান দিচ্ছেন শিক্ষকরা।

অনেক শিক্ষক মাথায় ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হয়েছেন সমাবেশস্থলে। শিক্ষক সমাবেশকে ঘিরে সচিবালয়ের প্রবেশদ্বারে কড়া নিরাপত্তাবলয় তৈরি করে রেখেছে পুলিশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত