আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সোহরাওয়ার্দী উদ্যানে শফিকুল আলম

মুজিববাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে হবে

আতিকুর রহমান নগরী

মুজিববাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে হবে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মুজিববাদ ও আওয়ামী ফ্যাসিজমকে পরাজিত করতে সত্যিকার অর্থে অনেক গুলো ফ্রন্টে যুদ্ধ অব্যাহত রাখতে হবে।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘৩৬ জুলাই কালচারাল ফেস্ট’ জুলাই জাগরণে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রেস সচিব বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ডকুমেন্টারি করেছি। পুরো ১৯৭১-এ দু-একটা ডকুমেন্টারি আছে যেমন, স্টপ জেনোসাইড। আর জুলাই অভ্যুত্থান নিয়ে এখন প্রতিদিন ডকুমেন্টারি আসছে।

তিনি বলেন,আপনারা যে কাজ গুলো করছেন তা অনেক প্রয়োজনীয় কাজ। গত একবছরে বাংলাদেশে কালচারাল বিপ্লব ঘটেছে। সেই বিপ্লবের সূত্রপাত হয়েছিল দেয়াল লিখনের মাধ্যমে। এখন এটা সব জায়গায় ছড়িয়ে পরেছে। আপনার দেখেছেন যে, আমরা কত সুন্দর সুন্দর ডকুমেন্ট্রি করেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন