তথ্য ও মানবাধিকার কমিশন গঠনে দীর্ঘসূত্রতায় টিআইবির উদ্বেগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০০: ৩৮

প্রায় এক বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকারের করা তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশন গঠনের কোনো উদ্যোগ না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এই দুই প্রতিষ্ঠানের শূন্যতা রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি সরকারের অবহেলার একটি অগ্রহণযোগ্য উদাহরণ। এতে করে সরকারের জন্য বিব্রতকর রেকর্ড হয়েছে। অবিলম্বে কমিশন দুটি গঠনের আহ্বান জানিয়েছে টিআইবি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, তথ্য কমিশন ও মানবাধিকার কমিশন গঠন সরকারের স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবাধিকারের প্রতি রাষ্ট্রীয় প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ প্রতীক। অথচ দায়িত্ব গ্রহণের এক বছরের কাছাকাছি সময় পার হয়ে গেলেও কমিশন দুটি গঠনে কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। কেন দীর্ঘকাল যাবত তা গঠিত হচ্ছে না তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যাও নেই। কমিশন দুটি অতীতে যত অকার্যকরতারই পরিচয় দিক, প্রায় এক বছর নেতৃত্বশূন্য রাখার বিব্রতকর রেকর্ড স্থাপনের পাশাপাশি সরকার তার অবাধ তথ্যপ্রবাহ ও মানবাধিকার নিশ্চিতের প্রতিশ্রুতির প্রতি নির্বিকার অবহেলার দৃষ্টান্ত স্থাপন করেছে। এতো দীর্ঘসময় ধরে তথ্য কমিশন ও মানবাধিকার কমিশন নেতৃত্বহীন অবস্থায় রাখা শুধু দুঃখজনক নয়, রাষ্ট্র সংস্কারের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য ম্যান্ডেটের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, কমিশন দুটি অতীতে যতই দুর্বলভাবে পরিচালিত হয়ে থাকুক না কেন, এক বছরেরও বেশি সময় ধরে এসব প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে নেতৃত্বশূন্য রাখা দেশের জনগণের তথ্যে প্রবেশাধিকারের মৌলিক অধিকার এবং মানবাধিকার রক্ষায় সরকারের উদাসীনতা স্পষ্টভাবে তুলে ধরে।

মানবাধিকার কমিশনের বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, গত নভেম্বর থেকে মানবাধিকার কমিশন গঠিত হয়নি। অথচ জাতিসংঘ বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রক্রিয়ায় আছে। এ অবস্থায় নিজস্ব মানবাধিকার কমিশন না থাকা দ্বিচারিতার পরিচায়ক। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন গঠন বাধ্যতামূলক, অথচ সরকারের এই ব্যর্থতা তার সদিচ্ছার বিপরীত ইঙ্গিত দেয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত