জাতীয় শিশু অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৭: ৫৭

দেশের শিশুদের সুরক্ষা, শিক্ষা,স্বাস্থ্য, মানসিক বিকাশ আর তাদের অধিকার নিশ্চিত করতে একটি স্বতন্ত্র শিশু অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি জানায় শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা ৬ টি সংগঠন।

বিজ্ঞাপন

বিশ্ব শিশু দিবস উপলক্ষে আজ সোমবার নারী উন্নয়ন শক্তি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে এ দাবি উঠে আসে।

নারী উন্নয়ন শক্তি, ইয়াং উইম্যান ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, সি-লিড, ফোরাম নারী মঞ্চ ও বাংলাদেশ শিশু অধিকার ফোরাম— যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় সভাপতির বক্তব্য রাখেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন সাহিদা ওয়াহাব,সেলিনা আক্তার, আব্দুল মোমিন প্রমুখ।

সভায় আলোচকরা বলেন, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা শিশু অধিকার সংশ্লিষ্ট কাজঢ করলেও একটি সমন্বিত নীতিগত কাঠামো না থাকায় অনেক ক্ষেত্রেই শিশুদের অধিকার সুরক্ষা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তারা আরো বলেন, বাংলাদেশে শিশু শ্রম, নির্যাতন, পাচার, বাল্যবিবাহ ও অনলাইন সহিংসতার মতো সমস্যা প্রতিনিয়ত বাড়ছে। এসব সমস্যা সমাধান এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে একটি কেন্দ্রীয় ও কার্যকর নীতিনির্ধারণী প্রতিষ্ঠান গঠন অপরিহার্য।

সভা শেষে ছয়টি সংগঠন যৌথভাবে সরকারের কাছে দ্রুত “জাতীয় শিশু অধিদপ্তর” প্রতিষ্ঠার জোর দাবি জানান এবং এ বিষয়ে নীতিনির্ধারকদের সাথে সংলাপ, সচেতনতামূলক প্রচারাভিযান ও নাগরিক অংশগ্রহণমূলক কার্যক্রম গ্রহণের ঘোষণা দেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত