টানা বৃষ্টিতে এক লাখ ৩৯ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

সরদার আনিছ
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১২: ৫০
ছবি: সংগৃহীত

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সারা দেশে এক লাখ ৩৯ হাজার হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। এতে কৃষি সম্প্রসারণ ভাষ্যমতে, জলাবদ্ধতায় মাঠে থাকা আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান, তরমুজ পানিতে নিমজ্জিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বৃষ্টি কমে যাওয়ায় ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে, এতে ক্ষতির পরিমাণও কমে আসতে শুরু করেছে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

রোববার দুপুর ১২টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. মো. জামাল উদ্দীন বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সারা দেশের ২১ জেলায় প্রথমদিকে লাখ ৩৯ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হলেও বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমে আসায় ফসল পানিতে ডুবে থাকার হার কমে আসছে। দুই দিন আগে আক্রান্ত ছিল ৭২ হাজার ৭৬ হেক্টর জমি এবং গতকাল শনিবার আরো কমে এখন দাঁড়িয়েছে ৪০ হাজার হেক্টর জমি। এটা আরো কমে আসতে পারে বলে আমরা আশা করছি। সারা দেশের মধ্যে সবচেয়ে আক্রান্ত হয় ফেনি ও বরিশাল অঞ্চলের কৃষি জমি। তবে পানি দ্রুত নেমে গিয়ে বরিশাল অঞ্চল অনেকটাই রিকভারি করেছে।

কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আক্রান্ত জমির পরিমাণ অ্যাসেস করছি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করতে আরো দুই-তিনদিন সময় লেগে যেতে পারে। তবে আজ বিকেল নাগাদ ক্ষয়ক্ষতির একটা প্রাথমিক ধারণা পেতে পারি।

ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো প্রণোদনা দেওয়া হবে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে কৃষি মন্ত্রণালয়কে জানাবো। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গত বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাত দিয়ে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালি, বরগুনা, ভোলা এবং শরীয়তপুর জেলাসহ দেশের ২১ জেলার অন্তত ৭২ হাজার ৭৬ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে।

এর মধ্যে ৪৪ হাজার ৬৬২ হেক্টর জমির আউশ, ১৪ হাজার ৩৯৩ হেক্টর জমির আমন বীজতলা, ১৩৫ হেক্টর জমির পাট, ৯ হাজার ৬৭৩ হেক্টর জমির শাকসবজি, ১১৪ হেক্টর জমির কলা, ২৯৩ হেক্টর জমির পেঁপে, ৩৮৭ হেক্টর জমির পান, ২৯৭ হেক্টর জমির বোনা আমন আবাদ, ১০৪ হেক্টর জমির মরিচ, ২৯৩ হেক্টর জমির পেঁপে, ২৮১ হেক্টর জমির গ্রীষ্মকালীন তরমুজসহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে শুধু কুমিল্লা জেলাতেই ১১ হাজার ৫৯০ হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ, আখ) তলিয়েছে পানিতে।

নোয়াখালী জেলার ৭ হাজার ৮০৬ হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ, তরমুজ) পানিতে নিমজ্জিত হয়েছে। ফেনী জেলার ১ হাজার ৬৫৫ হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ) পানিতে নিমজ্জিত হয়েছে। তবে, বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমে আসায় ফসল পানিতে ডুবে থাকার হার কমে আসছে বলে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত