বায়তুল মোকাররমসহ রাজধানীতে ঈদের জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ১৫: ০৭
আপডেট : ০৭ জুন ২০২৫, ১৫: ১২

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ ঢাকা রাজধানীর বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭ টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসব ঈদ জামাতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহায় সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশি তৎপরতা, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্টের সংখ্যা বাড়ানোসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগরীর একটি ঈদ জামাতও ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্যবস্থার বাইরে ছিল না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত