গোপালগঞ্জে হামলায় জড়িতদের ছাড় নেই: ডিআইজি রেজাউল
আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১২: ১২

ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক বলেছেন, গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা ফেরাতে তৎপর পুলিশ, হামলায় জড়িতদের ছাড় দেয়া হবে না। যেখানেই থাকুক তাদের গ্রেপ্তার করা হবে।
বৃহস্পতিবার সকালে তিনি এসব কথা বলেন। ডিআইজি আরও জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com