সচিবালয়ে আগুন: তদন্ত প্রতিবেদন জমা মঙ্গলবার

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯: ০২
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯: ০৫

সচিবালয়ে লাগা আগুনের ঘটনায় তদন্ত শেষ করতে আরও একদিন সময় নিয়েছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। আগামীকাল মঙ্গলবার প্রথমকি তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

সোমবার বৈঠক শেষে তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য ৩০ ডিসেম্বর সময় দেওয়া হয়েছিল। আমরা সময় বাড়িয়ে নিয়েছি। কিছু টেস্ট আজকে রাতেও হবে। কাল আবার বসব। বিকেল ৫টা পর্যন্ত টাইম নিয়েছি। এর আগেই রিপোর্ট দিতে চেষ্টা করব। মঙ্গলবার প্রাথমিক রিপোর্ট দিতে পারব আশা করছি।

তিনি আরও বলেন, কিছু জিনিস ল্যাবরেটরিতে টেস্ট করা হচ্ছে। আজকেও কিছু আলামত নেওয়া হয়েছে, সেগুলোও টেস্ট করা হচ্ছে। এ ছাড়া বিদেশেও আলামত পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

নাসিমুল গনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের টিমে বুয়েটের শিক্ষক এসব বিষয়ে অভিজ্ঞদের নেওয়া হয়েছে। সবাই মিলে আমরা তদন্ত কাজ করছি।

গণপূর্ত বিভাগের প্রকৌশলী আবদুল মান্নান ভূঁইয়া বলেন, ভবনটি এখনও আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধায়নে রয়েছে। তদন্ত শেষ হলে আমাদের হাতে দেওয়া হলে আমরা আবার পরীক্ষা নিরীক্ষা করে সরকারের অনুমোদন সাপেক্ষে সংস্কারের কাজ করবো।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত