মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টার ঘোষণা

এক সপ্তাহের মধ্যেই অভ্যুত্থানে শহীদ-আহতদের জন্য অধিদপ্তর

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ২৬

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ-আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অধিদপ্তর গঠন করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যেই এই অধিদপ্তর গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা।

রোববার সচিবালয়ে জুলাই-আগস্ট বিপ্লবে আহত নিহতদের বিষয়ে উপদেষ্টাদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাতজন উপদেষ্টা।

বিজ্ঞাপন

বৈঠকে সিদ্ধান্ত হয়, অধিদপ্তরে আহতদের সারা জীবনের চিকিৎসা ভাতা দেওয়া, সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসন, শহীদ পরিবারকে আজীবন ভাতা দেওয়াসহ বিভিন্ন বিষয় রেখে নতুন নীতিমালা হচ্ছে।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এই সরকার একটি চ্যালেঞ্জের মধ্যে দায়িত্ব নিয়েছে। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে কাজ শুরু করতে হয়েছে। তারপরও জুলাই গণহত্যায় শহীদ এবং আহতদের চিকিৎসায় অবহেলা করা হয়নি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। পুরো সরকার আহতদের পাশে আছে। সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে চিকিৎসায়।

তিনি বলেন, এ পর্যন্ত চিকিৎসার জন্য ৩০ জনকে বিদেশে পাঠানো হয়েছে। আহত নিহতদের বিদেশে চিকিৎসার জন্য এখন পর্যন্ত ১৬ কোটি টাকা খরচ হয়েছে, এই খরচ শুধুমাত্র ১৫ জনের জন্য। এদের মধ্যে একজনের জন্য ৬ কোটি ৩৭ লাখ টাকা এবং আরেকজনের জন্য ৩ কোটি ৩৪ লাখ টাকা খরচ হয়েছে।

বিদেশে চিকিৎসা নিচ্ছেন ৩০ জন। চিকিৎসার জন্য এখন পর্যন্ত পাঠানো হয়েছে ২০ কোটি টাকা। আরও কতটাকা লাগতে পারে সে হিসেব হয়নি।

জুলাই গণঅভ্যুত্থানে আহতরা যে কারণে মনঃকষ্ট নিয়ে আন্দোলন করছে তাদের সেসব দাবিকে গুরুত্ব দিয়ে এখন কাজ করা হবে। কোনোভাবেই সরকার তাদের দাবি দাওয়াকে অবহেলা করছে না।

তাদের দাবি অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং আর্থিক সহায়তা দেওয়া হবে। সেজন্য নতুন করে তালিকা তৈরি করবে স্বাস্থ্য মন্ত্রণালয় আহত নিহতদের বিদেশে চিকিৎসার জন্য এখন পর্যন্ত ১৬ কোটি টাকা খরচ হয়েছে, এই খরচ শুধুমাত্র ১৫ জনের জন্য। বিদেশে চিকিৎসা নিচ্ছেন ৩০ জন। চিকিৎসার জন্য এখন পর্যন্ত পাঠানো হয়েছে ২০ কোটি টাকা। আরও কতটাকা লাগতে পারে তা এখনও হিসেব হয়নি।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত