আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন পাবনা-১ আসনের দুই স্বতন্ত্র প্রার্থী

স্টাফ রিপোর্টার

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন পাবনা-১ আসনের দুই স্বতন্ত্র প্রার্থী

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পাবনা-১ আসনের দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল মঞ্জুর হওয়ায় খায়রুন নাহার খানম ও মো. তাজুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) ইসির উপসচিব (আইন) ছানাউল্ল্যাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, রিটার্নিং অফিসারের বাতিলাদেশের বিরুদ্ধে এই দুই প্রার্থী আপিল দায়ের করলে সোমবার নির্বাচন কমিশন তা শুনানি শেষে মঞ্জুর করেন। ফলে তাঁদের পাবনা-১ আসনের বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সীমানা জটিলতা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর গত ৯ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়। সে সময় নির্বাচন কমিশন জানায়, এতে ৩০০ আসনের পরিবর্তে ২৯৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ১৫ জানুয়ারি আপিল বিভাগের আরেকটি রায়ে এই দুই আসনের নির্বাচনের আইনি বাধা কাটে। এরপর নির্বাচন কমিশন পুনরায় তফসিল ঘোষণা করে।

নতুন তফসিল অনুযায়ী, ১৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ রাখা হয়। এসব আপিল নিষ্পত্তি করা হয় রোববার (২৫ জানুয়ারি)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পাবনা-১ ও ২ আসনের নির্বাচন সংসদ নির্বাচন ও গণভোট একত্রে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন