আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পোস্টাল ব্যালটে পরিবর্তন

নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন আনল ইসি

স্টাফ রিপোর্টার

নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন আনল ইসি

জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থায় পরিবর্তন এনে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮–এ সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন (জারি করা হয়। আর নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সচিব আখতার আহমেদ রোববার প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর ৯৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিমালার বিধি ১০–এ নতুন করে ‘ফরম-৭ক’ যুক্ত করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, নিবন্ধন স্থগিত রাজনৈতিক দলের প্রতীক বাদ দিয়ে অন্যান্য সব প্রতীক সংবলিত পোস্টাল ব্যালট ‘ফরম-৭’–এ প্রস্তুত করা হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, নির্দিষ্ট শ্রেণির ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ‘ফরম-৭ক’–এ প্রস্তুতের বিধান রাখা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ভোটাররা ব্যালট পেপারে প্রতীকের পাশে নির্ধারিত ঘরে টিক (✓) অথবা ক্রস (×) চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন