নির্মাণকাজে ব্লকের ব্যবহার বাড়াতে প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা

স্টাফ রিপোর্টার, ঢাকা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ০৯
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ২৫

বায়ুদূষণ কমাতে সরকারি নির্মাণকাজে ব্লকের ব্যবহার বাড়ালে কৃষিজমি বাঁচবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। টেকসই উন্নয়নের জন্য এটি একটি বড় পদক্ষেপ। তবে এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

২ ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বায়ুদূষণ কমানো ও কৃষিজমি সংরক্ষণে ব্লকের ব্যবহার বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

বিজ্ঞাপন

সভায় ম্যাক্স গ্রুপ ও বাংলাদেশ (AAC Block) এএসি ব্লক অ্যান্ড প্যানেল ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের পক্ষে ম্যাক্সক্রিট লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর ও ইকো- ফ্রেন্ডলি গ্রিন ব্রিকস লিমিটেডের শাহরিয়ার সাজ্জাদও উপস্থিত ছিলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘ব্লকের ব্যবহার শুধু পরিবেশবান্ধব নয়, এটি নির্মাণ খাতের দক্ষতা ও স্থায়িত্বও বাড়ায়। আমরা সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে সমন্বয় করে এই লক্ষ্য বাস্তবায়ন করব।’

তিনি আরো বলেন, ‘এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে সমন্বয় করে এই পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে গত ২৫-৩০ বছর ধরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তার থ্রি জিরো একটি কার্বন নিঃসরণের দিকে আমাদের দ্রুত এগিয়ে যেতে হলে এএসি ব্লক-ই সমাধান। কারণ একটি এএসি ব্লক যে প্রোডাকশন দেয়, ১৫ থেকে ২০টি হোলো ব্লক সেই একই প্রোডাকশন দেয়। এরই মধ্যে ম্যাক্সক্রিট দেশে এএসি ব্লকে প্রায় দেড়শ কোটি টাকা বিনিয়োগ করেছে। মানিকগঞ্জে দেশের সর্ববৃহৎ এএসি ব্লক নির্মাণ কারখানা স্থাপন করেছে ম্যাক্স গ্রুপ।

তিনি বলেন, কার্বন নিঃসরণে সরকার যদি যথাযথ উদ্যোগ নেয় তাহলে এএসি ব্লক উৎপাদনকারী কোম্পানিগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একটি ব্লক কারখানা করতে ২৫ লাখ টাকায়ও করা যায়। আবার ১৫০ থেকে ২০০ কোটি টাকা দিয়েও করা যায়। সেটার স্পেসিফিকেশন ভিন্ন। কার্বন ইমিশনের টার্গেটও সেটা বিভিন্ন মাত্রার। এগুলোর শ্রেণীকরণ করতে হবে। বিভিন্ন গ্রেডের এবং বিভিন্ন স্পেসিফিকেশন রেট শিডিউল পিডব্লিইউডির শিডিউলে উল্লেখ্য করতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত