আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্যারিফ নয়, ডলারের কারণে পণ্যের মূল্যবৃদ্ধি : এনবিআর চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার

ট্যারিফ নয়, ডলারের কারণে পণ্যের মূল্যবৃদ্ধি : এনবিআর চেয়ারম্যান

ট্যারিফের কারণে নয়, ডলারের মূল্যবৃদ্ধির কারণেই আমদানিকৃত পণ্যের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

বিজ্ঞাপন

ফলের ওপর শুল্ক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআরে যোগদানের পর গত দেড় বছরে ফল আমদানিতে নতুন করে কোনো ধরনের ট্যারিফ বাড়ানো হয়নি, বরং কমানো হয়েছে। এমনকি উৎসে করের হারও কমানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

চেয়ারম্যান বলেন, ডলারের প্রাইসিংয়ের কারণেই পণ্যের দাম বাড়ছে। দুই বছর আগে ডলারের মূল্য ছিল ৮০ টাকা, বর্তমানে তা বেড়ে ১২৫–১২৬ টাকায় দাঁড়িয়েছে। ডলারের এই মূল্যবৃদ্ধির প্রভাবেই আমদানিকৃত পণ্যের দাম বেড়েছে।

আজ রোববার রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। আগামীকাল ২৬ জানুয়ারি বিশ্ব কাস্টমস দিবস পালন করবে এনবিআর।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকার নিত্যপণ্যের ওপর ট্যারিফ বাড়ায়নি। বরং চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক কমানো হয়েছে। জনস্বার্থে এসব পণ্যের শুল্ক কমানো হয়েছে এবং এতে সরকারের রাজস্ব আদায় কমবে—এই বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। সরকারের নীতি হওয়া উচিত দেশের স্বার্থে, এবং সরকার সেটিই করছে বলে মন্তব্য করেন তিনি।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ট্যারিফ বাড়িয়ে সরকারের রাজস্ব বাড়ানোর কোনো ইচ্ছা নেই এবং আমরা সেটি করছিও না। তবে যেটুকু ট্যারিফ বাড়ানো হয়, তা দেশীয় শিল্প উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার জন্য এবং সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতেই তা করা হয়। বর্তমানে কাস্টমস আর রাজস্বের বড় খাত নয়—বিশ্বব্যাপী এটাই অনুসরণ করা হচ্ছে। কাস্টমসের মূল কাজ হলো বাণিজ্য সহজীকরণ এবং পাচারসহ অবৈধ বাণিজ্য প্রতিরোধ করা।

তিনি বলেন, রাজস্ব আদায় বাড়াতে হলে আয়কর ও ভ্যাটের পরিমাণ বৃদ্ধি করতে হবে এবং এ লক্ষ্যে এনবিআর কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন