আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রেস সচিব

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে

আমার দেশ অনলাইন

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে দেশে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানী গির্জায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রেস সচিব বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে, তারেক রহমানের আগমনে তা পূরণ হবে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা তারেক রহমান। তার দেশে আসার প্রভাব হবে খুবই ইতিবাচক।

সামনে বড় নির্বাচন—এ কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, দেশ একটা ‘ডেমোক্রেটিক ট্রানজিশনে’ (গণতান্ত্রিক উত্তরণে) আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন