বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জরুরি স্বাস্থসেবা নিয়ে মাঠে রয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠনটির স্বাস্থ্যসেবায় স্বস্তি প্রকাশ করেছেন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
রাজধানীর রামপুরা পুলিশ বক্সের সামনে সরেজমিনে দেখা গেছে, একটি অ্যাম্বুলেন্সের মধ্যে জরুরি ওষুধসহ কয়েক জন স্বাস্থ্যসেবা কর্মী অপেক্ষা করছেন অসুস্থ বা সমস্যায় ভোগা মানুষের জন্য। এই টিমে রয়েছেন ডা. অহিদুর রহমান মাসুম, ডা. শফিকুল আলম সুমন, মেডিকেল টেকনোলজিস্ট মো. সোহেল রানা, স্বাস্থসেবাকর্মী কাজী নাজমুল, মো. সোহাগসহ ১০ জন।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ড্যাব এবং বিএনপির স্বাস্থ্য বিভাগের সহযোগী ও স্বেচ্ছাসেবী সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) সদস্যদের সমন্বয়ে ঢাকার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৫টি জরুরি স্বাস্থসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এ ছাড়া সংবর্ধনাস্থল পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের (৩০০ ফিট) বিভিন্ন স্থানে রয়েছে বেশ কয়েকটি স্বাস্থ্যসেবা কেন্দ্র। ২৫ থেকে ৩০ ধরনের জরুরি ওষুধ সরবরাহ করছেন চিকিৎসাসেবায় নিয়োজিত ব্যক্তিরা। সঙ্গে রয়েছে বোতলজাত পানি। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সেবা দিয়ে যাচ্ছেন তারা।
এ সময় কথা হয় সেবা নিতে আসা হেমায়েত হোসেনের সঙ্গে। ঝালকাঠির রাজাপুর উপজেলার বাসিন্দা হেমায়েত জানান, মাথা ব্যথার কারণে তিনি জরুরি স্বাস্থসেবা নিতে এসেছেন। পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন তিনি।
লক্ষ্মীপুর থেকে আসা মো. আল-আমিন বলেন, ঠান্ডা সর্দিতে খারাপ অবস্থা। এ কারণে ড্যাবের জরুরি স্বাস্থ্যসেবা ক্যাম্পে আসেন তিনি। পরে তাকে তিনটি ট্যাবলেট ও বোতলজাত পানি সরবরাহ করেন চিকিৎসাসেবায় নিয়োজিতরা। বিনা মূল্যের এই সেবা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন আল-আমিন। তিনি বলেন, বেশ উপকার হলো। নইলে এখন কোথায় যেতাম এই সময়ে।
চিকিৎসাসেবা ক্যাম্পে থাকা সোহেল রানা বলেন, এখানে সাধারণ সমস্যার জন্য ওষুধ সরবরাহ করা হয়। দলের নেতাকর্মী ও সমর্থক ছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে আসা সাধারণ মানুষদের এই সেবা দেওয়া হয়। বিশেষ করে সাধারণ জ্বর, ঠাণ্ডা, বমি, পেটের সমস্যা রয়েছে- এই ধরনের রোগীদের সেবা ও তাদের জন্য জরুরি ওষুধ সরবরাহ করা হয়।
ভোর ৬টা থেকে চলা এই সেবা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বলে জানান সোহেল। তিনি আরও বলেন, সংবর্ধনাস্থলে আসা-যাওয়ার সময় কেউ আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর অন্যান্য সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ড্যাবের পক্ষ থেকে জরুরি সেবা চালু রয়েছে। এ ছাড়া সেই হাসপাতালগুলোতে আপৎকালীন অপারেশন থিয়েটারের ব্যবস্থা রাখা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

