দেশে ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪

* পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫

* নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১০: ৪৩
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১২: ১৯

দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ আর নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন।

ভোট বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১.৫৪ শতাংশে। গত বছরের হালনাগাদে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

রোববার সকালে নির্বাচন ভবনে সপ্তম জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন।

বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিইসি। এরপর নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে র‌্যালি বের করা হয়।

এর আগে গত বছরের ২ জানুয়ারি হালনাগাদ করা খসড়া ভোটার তালিকায় ১৮ লাখ ৩৩ হাজার নতুন ভোটার যুক্ত হয়। ভোটার বেড়ে গিয়ে দাঁড়ায় ১২ কোটি ৩৭ লাখে।

এদিকে ভোটার হালনাগাদে গত ৫ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত নিবন্ধিত হয়েছেন প্রায় সাড়ে ৫৩ লাখ ভোটার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত