কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষি জমিসহ জনস্বাস্থ্য

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৭: ৫০

কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কারণে কৃষি জমিসহ জনস্বাস্থ্য, লবণ চাষ, জীবন-জীবিকা ইত্যাদি ক্ষেত্রে ক্ষতি হয়েছে। বৈশ্বিক তাপমাত্রা ১.৬ ডিগ্রী বৃদ্ধির কারনে সংশ্লিষ্ঠরা খুবই চিন্তিত এবং আমাদেরকে নতুন চাপ সহ্য করতে হচ্ছে। যদি আমরা সচেতন না হই তাহলে আরও সমস্যা বাড়বে।

এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা খুবই প্রয়োজন। অনেক দেশের সক্ষমতা আছে কিন্তু অর্থের যোগান দিতে হবে তারা দায়িত্ব নিতে চায় না।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার বনানী হোটেল পার্ল এ ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ক্লাইমেট একশন নেটওয়ার্ক সাউথ এশিয়া যৌথভাবে "ন্যায্য জ্বালানি রূপান্তর: চ্যালেঞ্জ ও সম্ভাবনা" শীর্ষক আলোচনা সভার বক্তারা এ কথা বলেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফসিল ফুয়েল নন প্রোলিফারেশন ট্রিট্রি ইনিশিয়েটিভ এর স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হার্জিত সিং। অনুষ্ঠান এর সঞ্চালনা ও পটভূমি ব্যাখা করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় সদস্য সচীব শরীফ জামিল।

আলোচনায় শরীফ জামিল বলেন বিদ্যুৎ খাতে আমাদে্র সঠিকভাবে পরিবেশ সমীক্ষা করা দরকার ছিল। হার্জিত সিং বলেন নিরব বানিজ্য যুদ্ধ ও অন্যান্য বাধার কারনে নবায়নযোগ্য জ্বালানি পথে এগিয়ে যাওয়ার পথ জটিল হচ্ছে। ফসিল ফুয়েল নন-প্রোলিফারেশন ট্রিটি ইনিশিয়েটিভ এর এশিয়া ক্যাম্পেইনার শিবায়ন রাহা বলেন বাংলাদেশ ফসিল ফুয়েল নন-প্রলিফারশন ট্রিটি’র অন্তর্ভূক্ত হওয়ার ক্ষেত্রে গুরুপূর্ণ পদক্ষেপ নিতে পারে।

পরিবেশ অধিদপ্তর এর পরিচালক মো. জিয়াউল হক বলেন জ্বালানি ক্ষেত্রে আমাদেরকে কারিগরি প্রযুক্তি ও অর্থের উৎস নিয়ে ভাবতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক বদরুল ইমাম বলেন আমরা সকলে মিলে সচেতন হয়ে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে পারি। সেন্টার ফর রিনিউএবল এনার্জি সার্ভিসেস লিমিটেড এর চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ চৌধুরী বলেন আমদানি কর কমানো হলে নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবসায়ীরা উৎসাহিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মানুষের জন্য ফাউন্ডেশন এর অধিকার ও সুশাসন কর্মসূচি পরিচালক বনস্রী মিত্র নিয়োগী, সেন্টার ফর অ্যাটমোসফেরিক পলিউশন স্টাডিজ (CAPS) এর পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (IEEFA) এর প্রধান বিশ্লেষক শফিকুল আলম, ও 350.org এর দক্ষিণ এশিয়া সমন্বয়কারী আমানুল্লাহ পরাগ আলোচনায় অংশগ্রহন করেন।

অনুষ্ঠান শেষে ক্লাইমেট একশন নেটওয়ার্ক দক্ষিন এশিয়া (সিএনএএসএ) এর উর্ধতন উপদেষ্টা পলাশ দাস সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত