জুলাই শহীদদের মায়েরা তাদের সন্তানদের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই স্মরণে’ আলোচনা সভায় এ দাবি করেন জুলাই বিপ্লবের শহীদ নাফিসের মা নাজমা আক্তার নাসিমা। তিনি বলেন, আর কোনো সন্তানকে যেন এভাবে জীবন দিতে না হয়। অনুষ্ঠানটির আয়োজন করে সম্মিলিত নারী প্রয়াস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা তাসনীম। প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ পারভীন সুলতানা হায়দার। বিশেষ অতিথি ছিলেন জুলাই বিপ্লবের শহীদ নাফিসের মা নাজমা আক্তার নাসিমা, সম্মিলিত নারী প্রয়াসের সহসভানেত্রী ড. আবিদা সুলতানা ও ডা. ফাতেমা ইয়াসমিন। সমাপনী বক্তব্য দেন সংগঠনটির সেক্রেটারি ড. ফেরদৌস আরা খানম।
এ উপলক্ষে অনলাইনে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুটি গ্রুপে মোট ৮১ শিক্ষার্থী এ প্রতিযোগিতার অংশ নেন। এর মধ্যে ছয়জনকে পুরস্কার দেওয়া হয়।
উদ্বোধনী বক্তব্যে শামীমা তাসনীম বলেন, সারা পৃথিবীর সব সম্মান একত্র করে দিলেও জুলাইযোদ্ধাদের সম্মান দেখানো শেষ হবে না। যদি আবার কোনো যুদ্ধ হয় তবে আমরা মায়েরা সামনের সারিতে থাকব।
প্রধান অতিথির বক্তব্যে পারভীন সুলতানা হায়দার বলেন, এ আন্দোলন শুধু প্রতিবাদ নয়, একটা বিস্ফোরণ। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।

