আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিন শেষে ৫৩ জনের প্রার্থিতা মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এ শুনানি চলছে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের নাকি চার সদস্য ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ইসিতে মোট ৭০টি আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর হয়েছে এবং ১৭টি আপিল নামঞ্জুর হয়েছে। নামঞ্জুরকৃত ১৭টির মধ্যে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে করা ২টি আপিল খারিজ করা হয়।
শুনানি শুরুর পর প্রথম পর্বে মোট ৩৬টি আপিল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ২৯ জনের আপিল মঞ্জুর হয়েছে এবং ১২টি আপিল নামঞ্জুর হয়েছে। শুনানির দ্বিতীয় পর্বে ২৪টি আপিল মঞ্জুর হয়েছে এবং ৫টি আপিল নামঞ্জুর হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

