আফগানিস্তানের ভূমিকম্প নিয়ে মিজানুর রহমান আজহারীর বার্তা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০: ০২

আফগানিস্তানের ভূমিকম্প নিয়ে বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ বার্তা দেন।

মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, হে আল্লাহ! আফগানিস্তানের ভূমিকম্পে নিহত ভাই-বোনদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আহতদেরকে দ্রুত সুস্থ করুন, তাদের পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার শক্তি দিন এবং সকল প্রকার বিপদ-আপদ থেকে আমাদের হেফাজত করুন।

বিজ্ঞাপন

ভয়াবহ এক ভূমিকম্প আঘাত করেছে মধ্য-দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানকে। গত রাতে দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা স্মরণকালের অন্যতম ভয়াবহ এ ভূমিকম্পে এরই মধ্যে ৮০০ অতিক্রম করেছে নিহতের সংখ্যা। সেইসঙ্গে আড়াই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন ধ্বংসাত্মক এ ভূকম্পনে।

মাত্রই গত সপ্তাহে বন্যার কবলে পড়ে আফগানিস্তানের একই অঞ্চল। এখনও সেই বন্যার ক্ষয়ক্ষতি সামলে উঠতে পারেননি দুর্যোগ কবলিত মানুষ। এরই মধ্যে এমন ভয়াবহ দুর্যোগ নাড়া দিয়েছে পুরো বিশ্বকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত