আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৭ মাস আগে হয়েছিল বিয়ের এনগেজমেন্ট

হবু শ্বশুরবাড়িতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

স্টাফ রিপোর্টার

হবু শ্বশুরবাড়িতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

রাজধানীর শ্যামপুরে হবু শ্বশুরবাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার প্রাণ হারালেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিহতের নাম তাজ ওয়ার রহমান অর্ক (২২)।

সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে পশ্চিম জুরাইন এক্সপ্রেসওয়েতে সালাউদ্দিন পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত অর্ক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পূর্ব রামপুরার ২/এ, এসোর্ট রোজারিও নামক বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার স্বনির্ভর রোডে। বাবার নাম গাজী হাফিজুর রহমান ও মায়ের নাম তাসলিমা রহমান।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার সকালে অর্ক মোটরসাইকেল চালিয়ে কেরানীগঞ্জে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকায় শাহ্ সিমেন্ট কোম্পানির একটি থামানো ট্রাকের পেছনে তার দ্রুতগতির মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৭-৮ মাস আগে অর্কের বিয়ের এনগেজমেন্ট হয়েছিল। হবু শ্বশুরবাড়িতে যাওয়ার পথেই তিনি দুর্ঘটনার শিকার হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন