ভারত থেকে ব্যান্ডউইথ চোরাচালানে জড়িত দুই প্রতিষ্ঠানকে ২২ কোটি টাকা জরিমানা

আবু সুফিয়ান
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৫: ৪৮

ভারত থেকে অবৈধপথে ব্যান্ডউইথ চোরাচালানের অভিযোগে দুই ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানকে ২২ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রতিষ্ঠান দুটি হচ্ছে আর্থ টেলিকমিউনিকেশন লিমিটেড এবং লেভেল থ্রি ক্যারিয়ার লিমিটেড। গত ২১ মে বিটিআরসির কমিশনের ২৯৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

আইটিসি লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর বেনাপোলে অবস্থিত টিসিএলএস (টেরেস্ট্রিয়াল ক্যাবল ল্যান্ডিং স্টেশন) এ বিটিআরসির তিন সদস্যবিশিষ্ট একটি পরিদর্শকদল গত ২০ থেকে ২২ ফেব্রুয়ারি অভিযান চালায়। তাতেই উঠে এসেছে ব্যান্ডউইথ চোরাচালানের এই চাঞ্চল্যকর চিত্র।

ভারত থেকে অবৈধপথে ব্যান্ডউইথের চোরাচালান

বিটিআরসি জানিয়েছে, আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ স্থাপনকারী (আইটিসি) ও আইআইজি প্রতিষ্ঠানগুলোর যোগসাজশে দেশে ইন্টারনেট ব্যান্ডউইথের এক অদৃশ্য বাজার গড়ে উঠেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বৈধ পথের চেয়ে অবৈধ পথেই বেশি ব্যান্ডউইথ নিয়ে আসছে এই প্রতিষ্ঠানগুলো। যশোরের বেনাপোলে অবস্থিত আইটিসি প্রতিষ্ঠানগুলোর স্থাপনায় নিজস্ব ডিভাইস স্থাপন করে বিটিআরসির অনুমতি ছাড়াই অবাধে ব্যান্ডউইথ নিয়ে আসার প্রমাণ পাওয়া যায় লেভেল থ্রি এবং আর্থ-এর মতো আইআইজি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে । আইটিসি লাইসেন্স না থাকা সত্ত্বেও কোনো ধরনের অনুমোদনের তোয়াক্কা না করেই টিসিএলএস এ অবৈধভাবে স্থাপন করেছে একাধিক ডিভাইস ব্যবহার করে নিয়ে আসা হচ্ছে অবৈধ পথে ব্যান্ডউইথ।

জরিমানা ব্যান্ডউইথ ক্যাপিং

বেনাপোল সীমান্তে আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ স্থাপনকারী স্থাপনাগুলোতে অবৈধভাবে ব্যান্ডউইথ কেনা এবং নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে লেভেল থ্রি ক্যারিয়ার লি.-এর বিরুদ্ধে।

বিটিআরসির কমিশনের তথ্যানুযায়ী, বিডি লিংক কমিউনিকেশন লি., নোভোকম লি. এবং ফাইবার অ্যাট হোম গ্লোবাল লি. এই তিনটি আইটিসি লাইসেন্সধারী প্রতিষ্ঠানের স্থাপনায় লেভেল থ্রি ক্যারিয়ার লি. তাদের নিজস্ব নেটওয়ার্ক যন্ত্রপাতি (সুইচ) স্থাপন করেছে। এসব যন্ত্র লেভেল থ্রি ক্যারিয়ার লি.-এর সরাসরি নিয়ন্ত্রণে ছিল। যেহেতু প্রতিষ্ঠানগুলো একে অপরের অবকাঠামো ব্যবহার করছে, তাই তাদের মধ্যে পারস্পরিক চুক্তি থাকা বাধ্যতামূলক। এসব চুক্তি বিটিআরসিকে নির্দিষ্ট সময়ের মধ্যে জানানোর নিয়ম থাকলেও তা মানা হয়নি।

সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, লেভেল থ্রি ক্যারিয়ার লি. সরকারের অনুমোদন ছাড়া সরাসরি আন্তর্জাতিক কোম্পানি থেকে ব্যান্ডউইথ কিনেছে, যা সম্পূর্ণভাবে বেআইনি। এসব অনিয়ম প্রমাণিত হওয়ায় বিটিআরসি ১০ কোটি টাকা জরিমানার পাশাপাশি ১ জুলাই থেকে ২৫ শতাংশ ব্যান্ডউইথ ক্যাপিংয়ের নির্দেশনাও দিয়েছে।

এ ছাড়া আর্থ টেলিকমিউনিকেশন্স লিমিটেডের বিরুদ্ধেও অবৈধভাবে ব্যান্ডউইথ পাচারে জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়েছে বিটিআরসি। বিটিআরসির প্রতিনিধি দল বেনাপোল অভিযানে এই প্রতিষ্ঠানের অবৈধ ডিভাইস এবং অপ্রদর্শিত ব্যান্ডউইথের প্রমাণ পেয়েছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি এনটিটিএন অপারেটরকে বাদ দিয়ে বেনাপোল থেকে যশোর হাইটেক পর্যন্ত টেনেছে ফাইবার যা আইনের গুরুতর লঙ্ঘন।

এসব অনিয়মের শাস্তি হিসেবে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে ১২ কোটি টাকা এবং ১ জুলাই থেকে ২৫ শতাংশ ব্যান্ডউইথ ক্যাপিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অনিয়ম শুধু আইনের লঙ্ঘন নয়, এটি দেশের ইন্টারনেট নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাকেও ঝুঁকিতে ফেলে।

যে উদ্যোগ গ্রহণ করেছে বিটিআরসি

কমিশনের বিভিন্ন সূত্র জানিয়েছে, ব্যান্ডউইথের তথ্য সঠিকভাবে মনিটরিংয়ের জন্য আইটিসি ও আইআইজি অপারেটরগুলোকে তাদের মনিটরিং টুলস বিটিআরসির ভবনেও স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই ব্যবস্থাও অনেকটাই প্রশ্নবিদ্ধ বলছেন বিটিআরসির কর্মকর্তারা।

বিটিআরসি বলছে, যারা অবৈধভাবে ব্যান্ডউইথ পাচারে জড়িত তাদের পর্যবেক্ষণের জন্য তাদেরই মনিটরিং টুল ব্যবহার করার বিষয়টি হাস্যকর। কারণ, এ পদ্ধতিতে শুধু একটি ল্যাপটপ বা ডেস্কটপ টার্মিনাল স্থাপন করে সেখানে যা যা দেখাতে চায় প্রতিষ্ঠানগুলো শুধু তাই দেখাবে। এতে কাজের কাজ কিছুই হবে না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত