একুশের বইমেলায় স্টলভাড়া কমানোর দাবি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১১: ১৮

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর-দালাল প্রকাশকদের প্যাভিলিয়ন ও স্টল বাতিলের দাবিতে রাজধানীর বাংলাবাজারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সর্বস্তরের সাধারণ প্রকাশকরা এতে অংশ নেন। সভায় প্রকাশনা অঙ্গনে বিগত শেখ হাসিনা সরকারের দোসর, ছাত্র-জনতার আন্দোলনে হামলার নেপথ্যের মদদদাতা ও অর্থদাতা দুর্বৃত্ত প্রকাশকদের স্টল ও প্যাভিলিয়ন বাতিলের দাবি জানান তারা।

বিজ্ঞাপন

এ ছাড়া ২০২৫-এর বইমেলায় স্টল ভাড়া কমানো এবং লুটপাটকারী প্রকাশকদের বিচারের দাবি করেন এই প্রকাশকরা। বইমেলা কমিটিকেও দালালদের ব্যাপারে ছাড় না দেওয়ার দাবিও তোলা হয় এই সমাবেশ থেকে। পাশাপাশি বইমেলা ২০২৫ সুন্দর-সুশৃঙ্খলভাবে শেষ না হওয়া পর্যন্ত স্বৈরাচারের দালাল দোসর প্রকাশকদের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন বক্তারা।

বইমেলা কমিটিতে প্রতিনিধিত্বকারী প্রকাশকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, তারা যদি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার দোসর প্রকাশকদের বিন্দুমাত্র ছাড় দেন, তাহলে তাদের বিপক্ষেও আন্দোলন সংগ্রামে নামবে সাধারণ প্রকাশকরা। বিক্ষোভ সমাবেশ থেকে আজ বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রকাশকবন্ধন’-এর কর্মসূচিতে সব প্রকাশককে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ইকবাল হোসেন সানু (লাবনী), মিজানুর রহমান সরদার (শিকড়), মিজানুর রহমান (শোভা প্রকাশনী), শরিফুল হক শাহজী (শাহজী প্রকাশনী), আহমেদ মাসুদুল হক (উত্তরণ), মোরশেদ আলম হৃদয় (বাবুই প্রকাশনী), জাকির হোসেন ভূঁইয়া (মাইক্রোটেক) ও এসএম মহির উদ্দিন (কলি প্রকাশনী) প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত