মতিঝিলে এনসিটিবির সামনে সংঘর্ষের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০১: ৩০

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে দুটি সংগঠনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। শুক্রবার পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জগদীশ চাকমা বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ইতিমধ্যে দু’জন গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দসংবলিত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল। সেখানে একটি গাছের পাঁচটি পাতায় লেখা ছিল মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ও আদিবাসী; পাশে লেখা ছিল ‘পাতা ছেঁড়া নিষেধ’। গত ১২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ ব্যানারে এনসিটিবি ভবন ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে নেয় এনসিটিবি। এরপর আদিবাসী শব্দটি পুনর্বহালের দাবিতে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা আন্দোলন শুরু করেন।

স্টুডেন্টস ফর সভরেন্টি তাদের পাঁচটি দাবি আদায় না হওয়ায় রোববারের কর্মসূচি থেকে মতিঝিলে এনসিটিবি ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয়। এর একদিন পর সোমবার একই কর্মসূচি ঘোষণা করে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এনসিটিবি ভবন এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছিলেন সভরেন্টির সদস্যরা। অন্যদিকে আদিবাসী ছাত্র-জনতা রাজু ভাস্কর্যে সমাবেশ শেষে এনসিটিবি ভবন ঘেরাও করতে গেলে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত