নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আসছে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ইসি সানাউল্লাহ জানান, নির্বাচন কমিশন এরই মধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধিমালা চূড়ান্ত করেছে এবং আগামী মাস থেকে প্রবাসী ভোটারদের জন্য ভোটার সচেতনতা কার্যক্রম শুরু করা হবে।
এদিকে একই দিন সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেন, একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ৫ আগস্ট ছিল সরকারের প্রথম অধ্যায়ের সমাপ্তি, আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু। এখন মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।

