স্টাফ রিপোর্টার
দেশীয় ইন্টারনেট ব্যবসায়ীরা বিভিন্ন নিয়ম-কানুন মেনে শুরু থেকে যে ব্যবসা করছে সে ক্ষেত্রে বহুজাতিক কোম্পানির উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা দেওয়া স্টারলিংক ততটা নিয়ম মানছে না বলে অভিযোগ করেছেন আইএসপিএবি (ইন্টারনেট সার্ভিস প্রভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।
সংগঠনটির দাবি, দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে। কোন ধরনের বৈষম্য তারা মেনে নিবে না।
শনিবার সকালে রাজধানীর মহাখালীর রাওয়া কপ্লেক্সে অনুষ্ঠিত টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ দাবি করেন।
আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, আইএসপি ছাড়া সবার জন্য ফ্লোর ও সিলিং বেধে দেয়া হয়েছে। কিন্ত আইএসপিএবিদের শুধুমাত্র সিলিং বেধে দিয়ে যুদ্ধে নামিয়ে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আইএসপি ব্যবসায়ীদের দাবি তাদেরও ফ্লোর প্রাইস দেয়া হোক।
এনটিটিএনদের জন্য এক দেশ এক রেট করা হোক। মোবাইল অপারেটরদেরও ফ্লোর ও সেলিং প্রাইস বেঁধে দেয়া হোক। জুলাই থেকে বিটিআরসি প্রস্তাবিত ৪০০ টাকার ইন্টারনেটের বদলে ৮০০ টাকায় দেশজুড়ে মান সম্মত সেবা দেয়া প্রতিশ্রুতি দিয়েছে ব্যবসায়ী সংগঠনটি।
তিনি আরও বলেন, আমরা রেভিনিউ শেয়ার কনসেপ্টে আমরা বিশ্বাস করি না। আমরা চাই আমাদের অ্যাক্টিভ শেয়ারিং দিয়ে এই খাত বৈষম্যমুক্ত করা হোক। ব্যবসায়ীরা নয় সোশ্যাল অবলিগেশনের দায়িত্ব সরকারের।
সংগঠনের পক্ষ থেকে এক উপস্থাপনায় বলা হয়, ইন্টারনেট সেবা দেয়ার জন্য ১৩৯ ডকুমেন্ট দিয়ে ব্যবসা করতে হলেও বিদেশি একটি কোম্পানির সেবায় মাত্র দু-একটি কাগজেই করার সুযোগ দেয়া হচ্ছে। একটি সংযোগ নিয়ে সেই লাইন তার দিয়ে টেনে একাধিক বা ততোধিক স্থানে সংযোগের সুযোগ করে দিয়ে লেডি ইন্টারনেট ব্যবসায়ী বলে দেশের নিরাপত্তার বিষয়টি আমলে নেয়া হচ্ছে না।
এর মাধ্যমে এখন অনলাইন জুয়া ভয়াবহ রূপ নিচ্ছে। কেননা, স্টারলিংকের সংযোগে জুয়ার সাইট দেশের মধ্যে উন্মুক্ত হয়ে গেছে। ধানমন্ডিতে অনেকেই এখন আইএসপি লাইন ছেড়ে দিচ্ছে।
টিআরএনবি সভাপতি সমীর কুমার দে’র সভাপতিত্বে সেক্রেটারি মাসুদুজ্জামান রবিনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি ইমদাদুল হক ও আব্দুস সালাম প্রমুখ।
দেশীয় ইন্টারনেট ব্যবসায়ীরা বিভিন্ন নিয়ম-কানুন মেনে শুরু থেকে যে ব্যবসা করছে সে ক্ষেত্রে বহুজাতিক কোম্পানির উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা দেওয়া স্টারলিংক ততটা নিয়ম মানছে না বলে অভিযোগ করেছেন আইএসপিএবি (ইন্টারনেট সার্ভিস প্রভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।
সংগঠনটির দাবি, দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে। কোন ধরনের বৈষম্য তারা মেনে নিবে না।
শনিবার সকালে রাজধানীর মহাখালীর রাওয়া কপ্লেক্সে অনুষ্ঠিত টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ দাবি করেন।
আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, আইএসপি ছাড়া সবার জন্য ফ্লোর ও সিলিং বেধে দেয়া হয়েছে। কিন্ত আইএসপিএবিদের শুধুমাত্র সিলিং বেধে দিয়ে যুদ্ধে নামিয়ে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আইএসপি ব্যবসায়ীদের দাবি তাদেরও ফ্লোর প্রাইস দেয়া হোক।
এনটিটিএনদের জন্য এক দেশ এক রেট করা হোক। মোবাইল অপারেটরদেরও ফ্লোর ও সেলিং প্রাইস বেঁধে দেয়া হোক। জুলাই থেকে বিটিআরসি প্রস্তাবিত ৪০০ টাকার ইন্টারনেটের বদলে ৮০০ টাকায় দেশজুড়ে মান সম্মত সেবা দেয়া প্রতিশ্রুতি দিয়েছে ব্যবসায়ী সংগঠনটি।
তিনি আরও বলেন, আমরা রেভিনিউ শেয়ার কনসেপ্টে আমরা বিশ্বাস করি না। আমরা চাই আমাদের অ্যাক্টিভ শেয়ারিং দিয়ে এই খাত বৈষম্যমুক্ত করা হোক। ব্যবসায়ীরা নয় সোশ্যাল অবলিগেশনের দায়িত্ব সরকারের।
সংগঠনের পক্ষ থেকে এক উপস্থাপনায় বলা হয়, ইন্টারনেট সেবা দেয়ার জন্য ১৩৯ ডকুমেন্ট দিয়ে ব্যবসা করতে হলেও বিদেশি একটি কোম্পানির সেবায় মাত্র দু-একটি কাগজেই করার সুযোগ দেয়া হচ্ছে। একটি সংযোগ নিয়ে সেই লাইন তার দিয়ে টেনে একাধিক বা ততোধিক স্থানে সংযোগের সুযোগ করে দিয়ে লেডি ইন্টারনেট ব্যবসায়ী বলে দেশের নিরাপত্তার বিষয়টি আমলে নেয়া হচ্ছে না।
এর মাধ্যমে এখন অনলাইন জুয়া ভয়াবহ রূপ নিচ্ছে। কেননা, স্টারলিংকের সংযোগে জুয়ার সাইট দেশের মধ্যে উন্মুক্ত হয়ে গেছে। ধানমন্ডিতে অনেকেই এখন আইএসপি লাইন ছেড়ে দিচ্ছে।
টিআরএনবি সভাপতি সমীর কুমার দে’র সভাপতিত্বে সেক্রেটারি মাসুদুজ্জামান রবিনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি ইমদাদুল হক ও আব্দুস সালাম প্রমুখ।
অন্তর্বর্তীকালীন সরকার বুধবার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তিনটি কনভেনশন অনুসমর্থন
২ ঘণ্টা আগেভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগেপরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
৫ ঘণ্টা আগেসেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে