আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান

স্টাফ রিপোর্টার
আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান

আইসিটি খাতে গত ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত ও বিশ্লেষণ সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে তথ্য আহ্বান করেছে শ্বেতপত্র প্রণয়ন টাস্কফোর্স । সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ২১ এপ্রিল প্রধান উপদেষ্টার আদেশক্রমে গঠিত এ কমিটি ইতিমধ্যে তাদের কর্মসূচির দ্বিতীয় ও চূড়ান্ত পর্বে প্রবেশ করেছে। এ পর্যায়ে টাস্কফোর্সের মেয়াদ ২২ জুন থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তিন মাস বৃদ্ধি করা হয়েছে এবং তিনজন নতুন বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

নতুন অন্তর্ভুক্ত সদস্যরা হলেন-১. অধ্যাপক রেজওয়ান খান, প্রখ্যাত প্রযুক্তিবিদ ও চেয়ারম্যান, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ।২. অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ৩. অধ্যাপক রিফাত শাহরিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

সূত্র আরও জানায়,টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান উন্নয়ন অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম. নিয়াজ আসাদুল্লাহ।শ্বেতপত্র প্রণয়নের চূড়ান্ত ধাপে নাগরিক ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দেশবাসীর কাছে তথ্য, মতামত ও প্রস্তাবনা আহ্বান করা হচ্ছে। বিশেষ করে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সংঘটিত অনিয়ম যেমন টেন্ডার কারসাজি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্পের স্থান নির্ধারণসহ যেকোনো তথ্য জমা দেওয়া যাবে।

এছাড়া, সরাসরি তথ্য জমা দেওয়া যাবে, টাস্কফোর্স প্রধান, কক্ষ ৭০৭, ৭ম তলা, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা-১২০৭। আইসিটি টাওয়ারের নিচতলায় স্থাপিত পরামর্শ বাক্সেও তথ্য প্রদান করা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন