ফিরতি যাত্রায়ও স্বস্তির আশা
ঢাবি সংবাদদাতা
ঈদুল আজহার দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন মানুষ। বেসরকারি চাকরিজীবীরা অনেকে এরই মধ্যে ফিরলেও ঢাকা এখনো অনেকটাই ফাঁকা। ছুটি শেষ না হওয়ায় ঈদের আমেজ বিরাজ করছে সর্বত্র। তবে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ঢাকায় ফিরবেন বেশির ভাগ মানুষ। ফলে গণপরিবহনে ফিরতি যাত্রার সর্বোচ্চ চাপ থাকবে এ দুই দিন। আগামী রোববার থেকে সরকারি অফিস-আদালত খুলবে। ঈদ শেষে সপ্তাহের প্রথম দিনে কর্মব্যস্ততা শুরু হবে।
খোঁজ নিয়ে জানা যায়, বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে খুলেছে। এসব প্রতিষ্ঠানের অনেক চাকরিজীবী ঢাকায় ফিরেছেন। তবে সরকারি ছুটি এখনো আরো দুদিন বাকি থাকায় ঢাকায় ফেরা যাত্রীর সংখ্যা কম।
বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, ঈদের পরের দিনগুলোর চেয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফেরা মানুষের সংখ্যা ছিল তুলনামূলক বেশি। কর্মজীবীদের পাশাপাশি এদিন অনেকে পরিবার নিয়ে রাজধানীতে ফিরেছেন। দূরপাল্লার যানবাহনে যাত্রীর চাপও লক্ষ করা গেছে। ঢাকার গণপরিবহন ও যাত্রীর সংখ্যাও বেড়েছে। এমনকি কোথাও কোথাও সিগন্যালে যানবাহনের জটলা লাগতেও দেখা যায়।
কয়েকজন যাত্রী জানান, ঈদের আগে বাড়ি ফিরতে কিছুটা ঝক্কিঝামেলায় পড়তে হলেও ফিরতি যাত্রা এখন পর্যন্ত নির্বিঘ্ন রয়েছে। যাত্রীদের অনেকে আগে টিকিট কেটে রাখায় এবং যানজট না থাকায় ভোগান্তিতে পড়তে হয়নি। অনেকে তাৎক্ষণিক টিকিট কেটে আসতে পেরেছেন। সময়মতো বাস, ট্রেন ও লঞ্চ ছেড়েছে। রাজধানীতে ফিরেও ফাঁকা ঢাকায় সমস্যায় পড়তে হয়নি।
বাসচালক ও সহকারীরা বলছেন, ঈদের পর প্রতিদিনই ক্রমান্বয়ে যাত্রী বেড়েছে। তবে সরকারি ছুটি শেষে রোববার অফিস-আদালত খুলছে। তাই শুক্র ও শনিবার বেশির ভাগ যাত্রী ঢাকায় ফিরবেন। ফলে এই দুই দিন ফিরতি যাত্রার সবচেয়ে বেশি চাপ হবে। রোববার থেকে রাজধানীতেও গণপরিবহন চলাচল স্বাভাবিক হবে।
সংশ্লিষ্টদের ভাষ্য, ঈদের ছুটি ১০ দিন হওয়ায় শহরমুখী মানুষের বাড়ি ফিরতে ভোগান্তিতে পড়তে হয়নি। ফিরতি যাত্রায়ও যাত্রীদের এই ধারা অব্যাহত থাকবে। ফলে স্বস্তি মিলবে ফিরতি যাত্রায়ও।
ঈদুল আজহার দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন মানুষ। বেসরকারি চাকরিজীবীরা অনেকে এরই মধ্যে ফিরলেও ঢাকা এখনো অনেকটাই ফাঁকা। ছুটি শেষ না হওয়ায় ঈদের আমেজ বিরাজ করছে সর্বত্র। তবে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ঢাকায় ফিরবেন বেশির ভাগ মানুষ। ফলে গণপরিবহনে ফিরতি যাত্রার সর্বোচ্চ চাপ থাকবে এ দুই দিন। আগামী রোববার থেকে সরকারি অফিস-আদালত খুলবে। ঈদ শেষে সপ্তাহের প্রথম দিনে কর্মব্যস্ততা শুরু হবে।
খোঁজ নিয়ে জানা যায়, বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে খুলেছে। এসব প্রতিষ্ঠানের অনেক চাকরিজীবী ঢাকায় ফিরেছেন। তবে সরকারি ছুটি এখনো আরো দুদিন বাকি থাকায় ঢাকায় ফেরা যাত্রীর সংখ্যা কম।
বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, ঈদের পরের দিনগুলোর চেয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফেরা মানুষের সংখ্যা ছিল তুলনামূলক বেশি। কর্মজীবীদের পাশাপাশি এদিন অনেকে পরিবার নিয়ে রাজধানীতে ফিরেছেন। দূরপাল্লার যানবাহনে যাত্রীর চাপও লক্ষ করা গেছে। ঢাকার গণপরিবহন ও যাত্রীর সংখ্যাও বেড়েছে। এমনকি কোথাও কোথাও সিগন্যালে যানবাহনের জটলা লাগতেও দেখা যায়।
কয়েকজন যাত্রী জানান, ঈদের আগে বাড়ি ফিরতে কিছুটা ঝক্কিঝামেলায় পড়তে হলেও ফিরতি যাত্রা এখন পর্যন্ত নির্বিঘ্ন রয়েছে। যাত্রীদের অনেকে আগে টিকিট কেটে রাখায় এবং যানজট না থাকায় ভোগান্তিতে পড়তে হয়নি। অনেকে তাৎক্ষণিক টিকিট কেটে আসতে পেরেছেন। সময়মতো বাস, ট্রেন ও লঞ্চ ছেড়েছে। রাজধানীতে ফিরেও ফাঁকা ঢাকায় সমস্যায় পড়তে হয়নি।
বাসচালক ও সহকারীরা বলছেন, ঈদের পর প্রতিদিনই ক্রমান্বয়ে যাত্রী বেড়েছে। তবে সরকারি ছুটি শেষে রোববার অফিস-আদালত খুলছে। তাই শুক্র ও শনিবার বেশির ভাগ যাত্রী ঢাকায় ফিরবেন। ফলে এই দুই দিন ফিরতি যাত্রার সবচেয়ে বেশি চাপ হবে। রোববার থেকে রাজধানীতেও গণপরিবহন চলাচল স্বাভাবিক হবে।
সংশ্লিষ্টদের ভাষ্য, ঈদের ছুটি ১০ দিন হওয়ায় শহরমুখী মানুষের বাড়ি ফিরতে ভোগান্তিতে পড়তে হয়নি। ফিরতি যাত্রায়ও যাত্রীদের এই ধারা অব্যাহত থাকবে। ফলে স্বস্তি মিলবে ফিরতি যাত্রায়ও।
পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
২৪ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৪২ মিনিট আগেপ্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন প্রধান রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে সনদে স্বাক্ষরের যে উদ্যোগ নিয়েছিল, তা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যা ঐক্য ও পরিবর্তনের প্রতি যৌথ অঙ্গীকারের প্রতীক। এটি আসন্ন নির্বাচনের আগে আস্থা তৈরিতেও সহায়ক হয়েছে।
১ ঘণ্টা আগেঅংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনি যুদ্ধকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, নির্বাচনী যুদ্ধে আমাদের জিততেই হবে, এর কোনো বিকল্প নেই।
১ ঘণ্টা আগে