বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানির সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক: মৎস্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১৩: ৩৫
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ফাইল ছবি

পণ্য উৎপাদনে জোর না দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানির সিদ্ধান্তে আমাদের কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

বিজ্ঞাপন

সোমবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ‘কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠানে প্রথম সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেশ কিছু বিষয়ে সংঘাত হয়। পণ্যে ঘাটতি দেখা দিলে উৎপাদনে জোর না দিয়ে আমদানির সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।

কোনোভাবেই প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমদানির পক্ষে না উল্লেখ করে তিনি আরো বলেন, গত অক্টোবর-নভেম্বরে ডিমের ঘাটতির সময় বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির ঘোষণা দিয়েছে। যাতে আমাদের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বাংলাদেশ এখনো স্থানীয় উৎপাদনে আমিষের চাহিদা মেটাতে পারছে বলেও জানিয়েছেন ফরিদা আখতার। তিনি বলেন, কৃষিতে ব্যবহৃত কীটনাশকের কারণে উন্মুক্ত জলাশয়ের মাছ মারা যাচ্ছে, কৃষি আর মৎস্য খাতে সংঘাত হচ্ছে। মাছ বাঁচাতে সার ও কীটনাশক ব্যবহারে নীতি প্রণয়ন করতে হবে।

এতে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূইয়া, ড. জাহাঙ্গীর আলম, মুস্তাফা হায়দার, ড. এফ এইচ আনসারি, কেএসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত