কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১৫: ১১
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. মো. শেখ আবদুর রশীদ

চাকরি অধ্যাদেশের বিষয়ে সচিবালয়ের কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. মো. শেখ আবদুর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।

বিজ্ঞাপন

সালেহ আহমেদ বলেন, চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারীদের আপত্তি রয়েছে এবং তারা এটি বাতিলের দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। গতকাল মঙ্গলবার কমিটির সদস্যরা কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের সিদ্ধান্তগুলো আজ মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পেশ করা হয়েছে। তিনি এগুলো প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠাবেন।

গত রোববার সরকার সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫ জারি করে। এ অধ্যাদেশের বিরুদ্ধে সচিবালয়ের কিছু কর্মচারী টানা চারদিন বিক্ষোভ করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত