জুলাই সনদ স্বাক্ষর চলাকালে নোয়াখালী বিভাগের দাবিতে খামারবাড়িতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৮: ৪৫
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ২১: ০৩

জুলাই যোদ্ধা-পুলিশ সংঘর্ষের পর খামারবাড়ি মোড়ে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। 'নোয়াখালী বিভাগ চাই' স্লোগানে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকশ মানুষ।

দুপুরের সংঘর্ষের পর মানিক মিয়া এভিনিউ এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা সংসদ ভবনের দিকে যাওয়ার প্রধান সড়কগুলো অবরোধ করে শক্ত অবস্থান নেয়।

বিজ্ঞাপন

বিকেল ৫টার পর হঠাৎ করে এই উত্তপ্ত এলাকায় ভিন্ন একটি দাবিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়। খামারবাড়ি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের ঠিক সামনে কয়েকশ মানুষ সমবেত হন এবং উচ্চস্বরে "দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই" স্লোগান দিতে থাকেন।

এই নতুন বিক্ষোভকারীরা সংসদ ভবন এলাকার নিরাপত্তা বেষ্টনীর সামনে অবস্থান নেওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। ​এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বিক্ষোভকারীরা খামারবাড়ি মোড়ে অবস্থান নিয়ে স্লোগান চালিয়ে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্কাবস্থায় রয়েছে। জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে অপ্রাসঙ্গিকভাবে এখানে হঠাৎ করে নোয়াখালী বিভাগ করার দাবিতে আন্দোলন নিয়ে প্রশ্ন উঠেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত