আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অপারেশন ডেভিল হান্ট: শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার ৩৯২৪

রাজশাহী ব্যুরো
অপারেশন ডেভিল হান্ট: শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার ৩৯২৪

আইনশঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ নতুন করে আরও ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত শনিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত সাত দিনে সারা দেশে ৩ হাজার ৯২৪ জনকে গ্রেপ্তার করা হলো।

বিজ্ঞাপন

গতকাল সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় অভিযানকালে ৫০৯ জনকে গ্রেপ্তার করা ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটারগান, ১টি কার্তুজ, ১০টি রামদা, ২টি ছুরি, ২টি চাপাতি।

পুলিশ সদর দপ্তর জানায়, অপারেশন ডেভিল হান্টের বাইরে বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় ৯৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন