‘হজ কার্যক্রমকে গতিশীল করতে মধ্যস্বত্বভোগীদের প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১৮: ৩৮
আপডেট : ২৭ মে ২০২৫, ২০: ৩০

হজ কার্যক্রমকে গতিশীল করতে মধ্যস্বত্বভোগীদের হজ প্রক্রিয়া থেকে কঠোর নীতি অনুসরণ করে বাদ দিতে হবে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে হজের প্যাকেজ মূল্য কমবে,ফলে হজযাত্রী এবং হজ এজেন্সীগুলো উভয়ই লাভবান হবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার আশকোনা হজ ক্যাম্পে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এ কথা বলেন।

একই সঙ্গে রাজকীয় সৌদি সরকারের নতুন নতুন সিদ্ধান্তের কারণে বিদ্যমান হজ ও ওমরাহ আইন সংস্কার করার জন্য দাবি জানানো হয়েছে। হজ কার্যক্রম শেষ হওয়ার পর বিষয়টি নিয়ে জরুরি উদ্যোগ গ্রহণ করার জন্য হাব ধর্ম উপদেষ্টাকে অনুরোধ জানান।

তবে ২০২৫ সালে সবচেয়ে সুশৃঙ্খলভাবে হজ কার্যক্রম পরিচালিত হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় হজ ব্যবস্থাপনা ভবিষ্যতে আরো উন্নততর, সমৃদ্ধ ও সুশৃঙ্খল হবে। অফিসিয়ালি আগামী ৩১ মে ২০২৫ হজ ফ্লাইট শেষ হবে। ইতোমধ্যে সর্বমোট প্রাপ্ত ভিসা ৮৬,৯৩৪ জন। সৌদি আরব পৌঁছেছে প্রায় ৬৭,৪৫৩ জন। অবশিষ্ট যারা রয়েছেন, তাঁরাও নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব যাবেন।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। তিনি বলেন, ২০২৫ সালে অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জ নিয়েই হজ কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। চলতি বছর হঠাৎ করে রাজকীয় সৌদি সরকার এজেন্সী প্রতি সর্বনিম্ন ১০০০ (এক হাজার) কোটা বাধ্যতামূলক করে। বাংলাদেশের প্রায় ১২০০ হজ লাইসেন্সের মধ্যে মাত্র ৭০টি লিড এজেন্সীর সঙ্গে সমন্বয় করা একটি বিশাল চ্যালেঞ্জ ছিল। নিবন্ধনের পর ১৫ (পনের) বছরের নিচের হজযাত্রীদের উপর সৌদি সরকার থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এটি আমাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ ছিল। তারপর দ্রুততম সময়ে মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চুক্তি, তাঁবু নির্বাচন করতে হয়েছে। এমনকি ফ্লাইট সিডিউল ও ফ্লাইটের সীট বরাদ্দ পাওয়ার পূর্বেই বাড়ি ভাড়া করতে হয়েছে। তাছাড়া রাজকীয় সৌদি সরকার মক্কায় ও মদিনায় বাড়ি/হোটেল পুরোপুরি অনুমোদন দেয়ার পূর্বেই আমাদেরকে বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে বাধ্য করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, এ পর্যন্ত শতকরা ৭০ ভাগ হজযাত্রী সৌদি আরব পৌঁছে গেছেন। আর যে ১৩৪ জন হজযাত্রীর ভিসা হয়নি, তাদের বয়স ১৫ বছরের নিচে। সঠিক সময়ে হজযাত্রী না হওয়ায় বিমানের প্রায় ২ হাজার শ্লট নষ্ট হয়েছে। বিমানের কাছে আর অতিরিক্ত শ্লট না থাকায় এই ২ হাজার যাত্রী সাউদিয়া ও আল নাস এয়ারলাইন্স পরিবহন করবে।

সভাপতি বলেন, ২০২৫-এ এত বেশি চ্যালেঞ্জ থাকার পরেও একটি সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য বর্তমান অন্তবর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি, যার সার্বিক নির্দেশনায় হজ কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দর হচ্ছে। তিনি সব সময় এ বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন এবং খোঁজ খবর রাখছেন। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে।

তিনি সকল হজ এজেন্সী মালিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান, এত বেশি চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও যারা সর্বোত সহযোগিতা দিয়ে হজ ব্যবস্থাপনাকে সুন্দর ও সুশৃঙ্খল করছেন।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হাবের যুগ্ম মহাসচিব জাফর ঊদ্দীন, ইসি সদস্য খাদেম দুলাল প্রমুখ।

বিষয়:

হাবহজ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত