মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজে যাওয়ার জন্য পছন্দমতো এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) । বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার।
হজ কার্যক্রমকে গতিশীল করতে মধ্যস্বত্বভোগীদের হজ প্রক্রিয়া থেকে কঠোর নীতি অনুসরণ করে বাদ দিতে হবে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে হজের প্যাকেজ মূল্য কমবে,ফলে হজযাত্রী এবং হজ এজেন্সীগুলো উভয়ই লাভবান হবেন।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেছেন, এবার একটি সুন্দর ও সুশৃঙ্খল হজ উপহার দিতে সরকার ও হাব একযোগে কাজ করছে। সরকারের তৈরি অ্যাপ হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।