হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকারের তৈরি অ্যাপ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫, ১৮: ০৭

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেছেন, এবার একটি সুন্দর ও সুশৃঙ্খল হজ উপহার দিতে সরকার ও হাব একযোগে কাজ করছে। সরকারের তৈরি অ্যাপ হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার কোবা হজ গ্রুপের ইউরো এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর উদ্যোগে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত হজ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

গোলাম সরওয়ার বলেন, হাজীদের সেবার জন্য সরকার ও হাব একসাথে কাজ করছে। হজযাত্রী ও এজেন্সির প্রয়োজনে হাব থেকে মন্ত্রাণালয়ে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। সবার নিরলস প্রচেষ্টায় এবার আমরা একটি সুন্দর হজ উপহার দিতে চায়। তিনি আরো বলেন, কোবা হজ গ্রুপ ত্রিশ বছর ধরে হাজীদের ভালো সেবা দিচ্ছে। এবারো তারা ভালো সেবা দিবে বলে আমরা প্রত্যাশা করি।

হাব সভাপতি বলেন, মিনা আরাফা, মুজদালিফায় এজেন্সির তেমন কোন সেবার সুযোগ থাকেনা। সৌদিতে সেখানকার সরকার ও এজেন্সি সব দায়িত্ব পালন করে। সেখানে আগের থেকে সেবা বেড়েছে। বিশ লাখ লোক একসাথে হজ করে। আগে এক সময় পথে গাড়ি নষ্ট হয়ে যেত, তখন হেঁটে যেতে হতো। এখন নতুন গাড়ি। নষ্ট হওয়ার আশঙ্কা কম। তবে যানজট হতে পারে। আবার অনেকে হারিয়ে যায়। এজন্য এবার প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের উদ্যোগে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। যার মাধ্যমে মোবাইল সিম রোমিং হয়ে যাবে। ফলে যোগাযোগ সহজ হবে। কেউ হারিয়ে গেলে সহজে পাওয়া যাবে। আবার বাড়ির লোকজনও হাজিদের সাথে সহজে কথা বলতে পারবে। হাব সভাপতি বলেন, রোড টু মক্কার কারণে সুবিধা হয়েছে। আশকোনায় ঢাকার ইমিগ্রেশন হবে। এরপর এয়ারপোর্টে সৌদি ইমিগ্রেশন হবে। মক্কায় গিয়ে আর কোন কাজ নেই। সোজা হোটেলে চলে যাবেন হাজীরা। ফলে ভোগান্তি কম হবে।

কোবা হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা মাহমুদুর রহমান বলেন, কোবা হজ গ্রুপ সব সময় হাজীদের সেবায় নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এবারও হাজীদের সেবায় একঝাঁক তরুণ আলেম আপনাদের পাশে থাকবেন। যেকোন প্রয়োজনে তাদেরকে আপনারা পাশে পাবেন।

কোবা হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে ফুরফুরা দরবার শরীফের পীর শাইখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশী, তামিরুল মিল্লাত মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা আবু ইউসুফ খান, আস সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান উসামা খন্দকার, গোপীবাগ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাকিম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সামাদ আলোচনা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত