সুষ্ঠু নির্বাচন আয়োজনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১১: ৫৯
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১২: ২০
ছবি: ভিডিও থেকে নেয়া

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনবিলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন বিশেষজ্ঞদের অনুষ্ঠিত সংলাপের সূচনা বক্তব্যের শুরুতে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, জাতিকে সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চায় ইসি। সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার বিকল্প নেই।

সাবেক নির্বাচন কর্মকর্তাদের সাথে সংলাপে অংশ নেয়াকে স্বাগত জানিয়ে সিইসি বলেন, ১৫ জনকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেন ১১ জন সাবেক কর্মকর্তা। ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য কোথায় কোথায় হাত দেওয়া দরকার, বিশেষজ্ঞরা এ বিষয়ে পরামর্শ দেবেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত