আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণাকারীদের ‘চরমপন্থি’ বলছে ভারত

আমার দেশ অনলাইন

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণাকারীদের ‘চরমপন্থি’ বলছে ভারত

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ বুধবার দুপুরে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এ বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়।

বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশে মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করেছে ভারত।

বিজ্ঞাপন

যদিও ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, 'ঢাকায় কিছু চরমপন্থি গোষ্ঠী' যেভাবে ভারতীয় দূতাবাসকে ঘিরে নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে সেটাই রাষ্ট্রদূতকে তলব করার প্রধান উদ্দেশ্য – তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, সম্প্রতি বাংলাদেশের কোনো কোনো রাজনীতিবিদ যেভাবে প্রকাশ্য ভারত-বিরোধী মন্তব্য করেছেন সেই সব 'উসকানিমূলক' বক্তব্যের প্রতিবাদ জানানোটাও ছিল এই সমন পাঠানোর আর একটা বড় কারণ।

সাউথ ব্লকের শীর্ষ কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, আজ (১৭ ডিসেম্বর) সকালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল, তার পেছনে কিছু কারণ রয়েছে।

পরে ভারতের আনুষ্ঠানিক বিবৃতিতেও বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে কোনো কোনো চরমপন্থি গোষ্ঠী একটি 'মিথ্যা বয়ান' (ফলস ন্যারেটিভ) তৈরি করতে চাইছে – ভারত যা সম্পূর্ণ রূপে প্রত্যাখ্যান করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন