ঢাকা সেনানিবাসের একটি ভবনকে কারাগার ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৬: ০২
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৬: ৩৪
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা আজ সোমবার (১৩ অক্টোবর) গণমাধ্যমকে অবহিত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এর ক্ষমতাবলে এবং দ্য প্রিজনস অ্যাক্ট, ১৮৯৪ (The Prisons Act, 1894 (IX of 1894) এর ধারা ৩(বি) অনুসারে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‌‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।

88d9a2de-2cb5-42f1-9b02-1822fef0d305

আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে কোন উদ্দেশ্যে ভবনটি সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের এই কারাগারে রাখা হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওই পরোয়ানা জারির পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ১৫ জন হেফাজতে আছে বলে জানানো হয়েছে।

অবশ্য বর্তমান ও সাবেক মিলে ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। তবে এদের মধ্যে অনেকে আগেই বিভিন্ন দেশে পালিয়ে গেছেন বলে মনে করা হচ্ছে।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত