আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদির ওপর হামলা: শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
হাদির ওপর হামলা: শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু

জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখযোদ্ধা ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বিকেল ৩টার দিকে ‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বানে এ সমাবেশ শুরু হয়। এতে ফ্যাসিবাদবিরোধী ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

গতকাল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্রকামী রাজনীতির ওপর সরাসরি আঘাত। এই ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতেই কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের আরও জানান, এ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে। তবে ভারতপন্থি কোনো দল বা সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়নি বলে তিনি উল্লেখ করেন।

সরেজমিনে দেখা যায়, সমাবেশ শুরুর আগেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, ডাকসুর নেতৃবৃন্দ, এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, জনতার দল, জাতীয় ছাত্রশক্তিসহ জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন