আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফ্লাইওভার বাতিলের দাবি গাছ রক্ষা আন্দোলনের

স্টাফ রিপোর্টার

ফ্লাইওভার বাতিলের দাবি গাছ রক্ষা আন্দোলনের

পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলধার ‘ধ্বংস করে’ এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জনবিরোধী ও প্রকৃতিবিধ্বংসী ফ্লাইওভার বাতিলের দাবি জানিয়েছে পরিবেশ সচেতন নাগরিক ও সংগঠনসমূহের যৌথ প্লাটফর্ম বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন।

প্রকল্পটি বাতিলের দাবিতে শনিবার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, অধ্যাপক ড. শায়ের গফুর; অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান; ফিরোজ আহমেদ, লেখক পাভেল পার্থ, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়কবৃন্দ আমিরুল রাজিব ও নাঈম উল হাসান, স্থানীয় জনগণ, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সদস্য ও সহযোগী পরিবেশ সংগঠনসমূহ।

শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের জন্য হাতিরঝিলে পিলার স্থাপনের জন্য বালি ও মাটি দিয়ে জলাশয় ভরাট করা হয়েছে। এর ফলে হাতিরঝিলের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাধারের পরিবেশ, প্রাণবৈচিত্র্য ও এর সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা আরও বলেন, প্রকল্পের একটি র‍্যাম্প কারওয়ানবাজার গোলচত্বরের দিকে নামানোর পরিকল্পনা রয়েছে, যা পান্থকুঞ্জ পার্কের মধ্য দিয়ে যাবে। এর ফলে ইতোমধ্যে পার্কের বহু গাছ কেটে ফেলা হয়েছে। বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর পরিবেশ সচেতন নাগরিক ও বিভিন্ন সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম 'বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়কবৃন্দসহ ৯ বিশিষ্ট নাগরিক পান্থকুঞ্জ ও হাতিরঝিলে চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধে একটি রিট পিটিশন দায়ের করেন। উক্ত পিটিশনের প্রেক্ষিতে মহামান্য আদালত পিটিশনকারীদের পক্ষে রুল দিয়ে 'পান্থকুঞ্জ পার্ক' ও হাতিরঝিল জলাধারের উন্মুক্ত স্থানে যেকোনো ধরনের নির্মাণকাজের ক্ষেত্রে তিন মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে বিবাদীদের প্রতি নির্দেশ দেন। সরকার এ রীটের আদেশ স্থগিতে চেম্বার আদালতে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের পক্ষ হতে পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাধার ধ্বংস করে এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জনবিরোধী ও প্রকৃতিবিধ্বংসী ফ্লাইওভার বাতিলের দাবিতে শনিবার একটি সংবাদ সম্মেলন আয়োজন করে। পরিবেশ সচেতন নাগরিক ও সংগঠনসমূহের যৌথ প্লাটফর্ম বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন এ নিয়ে আগে থেকেই আন্দোলন করে আসছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন